• একজনের নাম একাধিক বুথে, চাঞ্চল্য নন্দীগ্রামে
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • সৌমেন মণ্ডল, কেন্দামারি

    ব্যক্তি একজন। নিয়ম মতো, তাঁর একটি বুথের ভোটার তালিকাতেই নাম থাকার কথা। কিন্তু নাম রয়েছে একাধিক বুথে। রয়েছে একাধিক ভোটার কার্ডও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই এবং রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূল নন্দীগ্রামের প্রতিটি বুথে ভুয়ো ভোটার তালিকা তৈরি করে রেখেছে। পাল্টা তৃণমূলের দাবি, ভোটার তালিকা তারা নয়, তৈরি করেছে নির্বাচন কমিশন। আর প্রশাসনের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ করা হবে।

    সম্প্রতি এ বঙ্গেও শুরু হয়েছে 'সার'-এর (স্পেশাল ইনটেনসিভরিভিশন) কাজ। তারপর থেকে নন্দীগ্রাম-১ ব্লকে বেশ কিছু চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে। দেখা যাচ্ছে, কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় কারও নাম রয়েছে একাধিক বুথে। আবার কারও নাম এক বুথেই আছে একাধিক বার। অভিযোগ উঠছে, এ ক্ষেত্রে ভোটার দু'টি ভোটার কার্ডই ব্যবহার করছেন। নির্বাচন কমিশনের তথ্য জানান দিচ্ছে, শেখ হাসিবুলের নাম ২১৯ ও ২২০ নম্বর বুথে রয়েছে। তাঁর নামে দু'টি ভোটার কার্ডও রয়েছে। আবার ২২০ নম্বর বুথে দু'বার নাম রয়েছে মজবুন খাতুনের। ২২০ নম্বর বুথে ক্রমিক নম্বর ২৪৭ ও ৫৯৮-এ তাঁর নাম আছে।

    দু'টি ভোটার কার্ড ও একই বুথে একাধিক বার নাম থাকা প্রসঙ্গে মজবুন খাতুনের স্বামী ইয়াকুব আলি খান বলছেন, 'কী ভাবে একই বুথে দু'বার নাম হয়ে গেল তা বুঝতে পারছি না। তবে, দু'টি ভোটার কার্ড থাকলেও একটি ভোটার কার্ডই ব্যবহার করা হয়। ভোটও একবারই দেওয়া হয়।' নন্দীগ্রামের বাসিন্দা শেখ রহমত আলির ২১৮ ও ২২০ নম্বর বুথে নাম রয়েছে। দু'টি ভোটার কার্ডেরও উল্লেখ রয়েছে রহমতের নামে। নন্দীগ্রামের আর এক বাসিন্দা শেখ অলিউলের ২২৬ নম্বর বুথে দু'বার নাম রয়েছে। ক্রমিক নম্বর ১২৯ ও ১৬৩। পিউ দাসেরও পরপর দু'বার নাম রয়েছে ২২৬ নম্বর বুথে। ক্রমিক নম্বর ৫৭৩-এ পিউ বারিক দাস ও এবং ৫৭৪-এ রয়েছে পিউ দাস বারিক। দু'টি নামের ক্ষেত্রেই পিতার নাম বাপন দাস।

    বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, 'তৃণমূল নিজের এলাকায় বেছে বেছে ভুয়ো ভোটার বা একাধিক বুথে নিজেদের দলের ভোটারের নাম তুলে রেখেছে। আরও অনেক কিছু বেরোবে। আমরা চাই, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করুক।' আর তৃণমূলের নন্দীগ্রাম জেলা পরিষদ সদস্য তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম বলছেন, 'ভোটে নাম তোলা এবং ভোটার তালিকা তৈরি করা পুরোটাই তো নির্বাচন কমিশনের ব্যাপার।' নন্দীগ্রাম-১ বিডিও নাজিরুদ্দিন সরকার বলেন, 'নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ করা হবে। আমাদের লক্ষ্য, নির্ভুল ভোটার তালিকা তৈরি করা।'

  • Link to this news (এই সময়)