• শ্বশুরবাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার, কুলতলিতে রহস্যমৃত্যুর ঘটনায় প্রবল চাঞ্চল্য
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • শ্বশুরবাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকার নাপিতখালি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অর্পিতা হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানা এলাকার ভবানীমারি এলাকায় তাঁর বাপের বাড়ি। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নিত্য অশান্তি হতো স্বামী-স্ত্রীর মধ্যে।

    পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে নাপিতখালি এলাকার নন্দ হালদারের সঙ্গে অর্পিতার বিয়ে হয়েছিল। বছর দু’য়ের একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের। বিয়ের পরে থেকেই নন্দর সঙ্গে অর্পিতার প্রায় প্রতিদিনই অশান্তি হতো। পুলিশ জানিয়েছে, প্রতিবেশী যুবক সুব্রত সর্দারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অর্পিতা। সেই সম্পর্কের কথা জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ আরও বাড়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অশান্তির জেরে মাস খানেক আগে বাড়ি থেকে বেরিয়ে যান অর্পিতা। তরুণীর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির সদস্যরা তাঁর খোঁজে তল্লাশি শুরু করেন। থানায় মিসিং ডায়েরিও করা হয়। অবশেষে সপ্তাহখানেক আগে ওডিশা থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এর পরে, মঙ্গলবার সকালে ঘরের মধ্যে অর্পিতার ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁর মেয়ে। তার চিৎকারে ছুটে আসেন শ্বশুরবাড়ির লোকজন। অর্পিতাকে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে কুলতলি থানার পুলিশ। অর্পিতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দাম্পত্য অশান্তির জেরে আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তার তদন্ত করছে পুলিশ।

  • Link to this news (এই সময়)