আজ মরশুমের শীতলতম দিন, ১৬.৪ ডিগ্রিতে নামল কলকাতার পারদ
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় সেনিয়ার-এর পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই উত্তরে হিমেল বাতাস বঙ্গে প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে প্রতি সপ্তাহেই তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। তবে আগামী ৭ দিন সেনিয়ারের জন্য এই রাজ্যে কোনও সতর্কতা জারি করা হয়নি। এর মধ্যেই আজ, মঙ্গলবার শহর কলকাতার তাপমাত্রা নামল ১৬.৪ ডিগ্রিতে। যা মরশুমের শীতলতম দিন বলেই জানিয়েছে হাওয়া অফিস। জানা যাচ্ছে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখীই থাকবে। এরপর অবশ্য কিছুটা উপরের দিকেই উঠতে পারে তাপমাত্রার পারদ। ফলে শীতের আমেজ থাকলেও কমকনে ঠাণ্ডার দেখা আপাতত মিলবে না বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর অফিস সূত্রে খবর, এদিন দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে। ভোররাতের দিকে কুয়াশার দেখা মিলতে পারে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ এবং ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। মঙ্গলবার সকালে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.১ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১.৯ ডিগ্রি কম। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের সেনিয়ার নামটি আরব আমিরশাহির দেওয়া। সেনিয়ারের অর্থ সিংহ। যার প্রভাবে পশ্চিমবঙ্গে আপাতত সরাসরি কোনও প্রভাব না পড়লেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২ দিন ঝোড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সমুদ্রও উত্তাল থাকতে পারে ফলে পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।