মরসুমের শীতলতম দিন, প্রথম ১৬ ডিগ্রি ছুঁল কলকাতার তাপমাত্রা
দৈনিক স্টেটসম্যান | ২৫ নভেম্বর ২০২৫
মঙ্গলবার ছিল শহরের শীতলতম দিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা নামল ১৬ ডিগ্রি সেলিয়াসে। আপাতত তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা ও পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ভোরে ও রাতে ভালোই শীত অনুভূত হবে।
দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর ঘিরে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। মালাক্কা প্রণালীর ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সেই গভীর নিম্নচাপ আরও উত্তর ও উত্তর-পশ্চিমে সরবে বলে পূর্বাভাস। আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’। যার অর্থ ‘সিংহ’। এই নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। পূর্বাভাস অনুযায়ী, বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি কোনও স্থলভাগে আছড়ে পড়তে পারে সেনিয়ার।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে প্রবল বেগে বইবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় তৈরি হলেও তার সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়। তবে হাওয়ার গতিতে কিছু পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই পর্যটক ও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং কোমোরিন এলাকা- সব জায়গাতেই সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দু’-তিন দিন ভোরের দিকে রাজ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবারের মধ্যে কোথাও কোথাও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পরবর্তী দু’দিনে ফের চড়তে পারে পারদ। ভোররাতে এবং সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা ১-২ ডিগ্রি ওঠানামা করলেও বড় কোনও পরিবর্তন হবে না এবং আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। মঙ্গলবার দার্জিলিঙের তাপমাত্রাও ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সকালবেলায় সামান্য কুয়াশা বা ধোঁয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার ছিল। শহরের আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিন তিলোত্তমার আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।