জল জীবন মিশনে খরচ নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক মঙ্গলবার রাজ্য সরকারের আমলাদের সঙ্গে বৈঠক করবে। বিভিন্ন রাজ্যে জল জীবন মিশনের বহু প্রকল্পে খরচের অঙ্ক যথেষ্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বলে সন্দেহ তৈরির পরে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকার পর্যালোচনা বৈঠক শুরু করেছে। সোমবার থেকে এই বৈঠক শুরু হয়েছে। মিশনের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকল্পের খরচ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আমলাদের সঙ্গে বৈঠক হবে।
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই একগুচ্ছ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোমবার এ নিয়ে বলেন, ‘‘বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে হওয়া দুর্নীতি নিয়ে তদন্ত চালু রয়েছে। টাকা যখন কেন্দ্রের তখন কেন্দ্র কিছু শর্ত আরোপ করতেই পারে। রাজ্য সরকার টাকা নেওয়াকে যেমন অধিকারে পরিণত করেছে, তেমনি হিসাব না দেওয়াকেও অভ্যাসে পরিণত করেছে।’’