করোনা-কালে এই রোগ ঠেকাতে রাজ্য সরকারের আরও সক্রিয়তার দাবিতে ২০২০ সালে ময়দান থানার রেড রোডে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন বাম নেতা-কর্মীরা। সরকারি নিয়ম-নীতি ভেঙে ওই জমায়েত করার অভিযোগে ২৪ জন বাম নেতার বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। চার্জশিটে তাঁদের পলাতক দেখানো হয়েছিল! সেই মামলায় অভিযুক্ত বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নরেন চট্টোপাধ্যায়-সহ ২২ জন বাম নেতা সোমবার কলকাতার ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন পেয়েছেন। তাঁদের ৫০০ টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিচারক। আদালতে প্রত্যেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
আদালত সূত্রের খবর, সে সময়ে ফরওয়ার্ড ব্লকের দুই নেতা হাফিজ আলম সৈরানি এবং তপন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে প্রয়াত। বাম নেতাদের আইনজীবী ইয়াসিন রহমান বলেন, ‘‘করোনার সময়ে রাজ্য সরকার সচেতনতা প্রচারে সঠিক পদক্ষেপ করছিল না। করোনায় সক্রিয় ভাবে কাজ করা কাজ করা ‘রেড ভলান্টিয়ার্স’দের সরকার অযথা হয়রানি করছিল। এই সবের বিরুদ্ধে বাম নেতা-কর্মীরা করোনার সময়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেই প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।’’ মামলার পরবর্তী শুনানি ১৬ ডিসেম্বর। সেলিম, সুজনেরা অবশ্য বলেছেন, রাজ্যের নানা জায়গাতেই বাম নেতা-কর্মীদের বিরুদ্ধে অজস্র এমন মামলা দিয়ে রেখেছে পুলিশ-প্রশাসন। তার জন্য রাজনৈতিক কর্মসূচি থেমে থাকবে না।