নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের আপত্তি উড়িয়ে দিয়ে গত শুক্রবার ‘বিতর্কিত’ চার শ্রম কোডকে আইনে পরিণত করেছে মোদি সরকার। এরপর থেকেই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। তাদের অভিযোগ, এই আইনে আদতে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিঘ্নিত করা হচ্ছে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের উপর জোর দিতে বাস্তবে সংস্থা, প্রতিষ্ঠানে স্থায়ী চাকরির সুযোগই নষ্ট করে দিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। শ্রম আইন প্রত্যাহারের দাবিতে এবার সরাসরি রাস্তায় নেমে আন্দোলনের ডাক দিচ্ছে সর্বভারতীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি। কাল, বুধবার সারা দেশে ওই চারটি শ্রম আইনের প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনগুলি। ২৬ নভেম্বরের ওই কর্মসূচিতে ইতিমধ্যেই এমএসপি আইনের এজেন্ডা রয়েছে। এর সঙ্গেই যুক্ত হচ্ছে শ্রম আইন প্রত্যাহারের দাবি।