• সপ্তাহখানেক বাদেই ছিল বিয়ে, অফিসে এসে আত্মঘাতী জনপ্রিয় নিউজ় অ্যাঙ্কর
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • মর্মান্তিক ঘটনা অসমের গুয়াহাটিতে। সংবাদমাধ্যমের অফিসের মধ্য থেকে উদ্ধার হলো জনপ্রিয় নিউজ় অ্যাঙ্করের ঝুলন্ত দেহ। তরুণীর নাম ঋতু মণি রায়। পুলিশ সূত্রে খবর,অফিসের টেবল থেকে মিলেছে সুইসাইড নোট। তাঁর এমন পদক্ষেপে হতবাক সকলে।

    জানা গিয়েছে, আগামী ৫ ডিসেম্বর ঋতু মণির বিয়ে ঠিক হয়েছিল। তার আগেই এমন পদক্ষেপ। সোমবার সকালে গুয়াহাটির খ্রিস্টান বাস্তি এলাকার ওই সংবাদমাধ্যমের অফিসে এসে চমকে ওঠেন কর্মীরা। সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় ঋতু মণির নিথর দেহ উদ্ধার হয়। খবর যায় পুলিশে। দিসপুর পুলিশ সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে ।

    অসমের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অফিসের কেবিনের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ওই ঋতু মণির দেহ। টেবল থেকে পাওয়া যাওয়া সুইসাইড নোটে ঋতু মণি জানিয়েছেন যে, সকলের সুখের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের কাছে তাঁকে ক্ষমা চেয়েছেন তিনি। ঘনিষ্ঠ মহলের দাবি, আর্থিক চাপের কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন।

    উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় অফিসের ভিতরের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ওই কর্মী অফিসের ভিতরে এসে টেবলের উপর একটি কাগজ রাখছেন। তার পরে চেয়ার টেনে টেবলের উপর চড়ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি এই সময় ডিজিটাল।

    ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে যে ময়নাতদন্ত রিপোর্ট এবং ফরেনসিক তদন্ত সম্পূর্ণ হওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ফরেনসিক টিমও ঘটনাস্থল থেকে সংগ্রহ করেছে নমুনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংবাদমাধ্যমের দুনিয়ায়। কাজের চাপ নিয়েও উঠছে প্রশ্ন।

  • Link to this news (এই সময়)