• SIR ফর্মে কাজ করছে না QR কোড, বাড়ছিল উদ্বেগ, হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু
    এই সময় | ২৫ নভেম্বর ২০২৫
  • এ বার পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ। আরও এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় SIR-আতঙ্কের অভিযোগ উঠল। খসড়া তালিকা প্রকাশের দিন যত এগিয়ে আসছে, অনেকের মধ্যেই বাড়ছে উদ্বেগ। পাড়ার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্রই SIR-চর্চা। দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতোলিয়ার সুষমারানি মণ্ডল এনিউমারেশন ফর্ম আসার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন বলে দাবি পরিবারের।

    পরিবারের অভিযোগ, সুষমারানির নামে যে এনিউমারেশন ফর্ম আসে, তার কিউআর কোড ম্যাচ করছিল না। যা নিয়ে গত কয়েক দিনে চরম উদ্বেগে ছিলেন তিনি। ভয় পাচ্ছিলেন, এ নিয়ে কোনও সমস্যায় না পড়তে হয়।

    স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন সুষমারানি। এরই মধ্যে সোমবার রাতে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মৃত্যু হয় তাঁর। সূত্রের খবর, স্থানীয় পঞ্চায়েতের দু’বারের সদস্য ছিলেন তিনি।

    SIR ঘোষণা ইস্তক একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যুক্ত হয়েছে SIR-আতঙ্কের অভিযোগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে কারও নাম না থাকলে, ভোটাধিকার হারাবেন তিনি। ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। ফলে অনেকের মনেই ভয়, এই অধিকার হারালে, প্রশ্নের মুখে পড়তে পারে আরও বহু অধিকারই।

  • Link to this news (এই সময়)