আজকাল ওয়েবডেস্ক: লোকো পাইলট পরীক্ষার জন্য ব্যস্ত বহু কর্মী। আর সেকারণেই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চক্রধরপুর ডিভিশনে বাতিল থাকবে ৩২টি ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেন বাতিলের ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা।
বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম–ধানবাদ–ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে। বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস গোমো পর্যন্ত চলবে। টাটা–আসানসোল–বরাভূম মেমু আদ্রা পর্যন্ত চলবে। আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে।
বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বক্সার–টাটা এক্সপ্রেস, হাতিয়া–খড়গপুর এক্সপ্রেস, খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস ও ধানবাদ–বাঁকুড়া মেমু।