• জাগল আগ্নেয়গিরি, ছাই ভাসছে দিল্লির আকাশেও, বিঘ্নিত বিমান পরিষেবা
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ২৫ নভেম্বর: ১০ হাজার বছর পর আচমকাই জেগে উঠল ঘুমন্ত আগ্নেয়গিরি। গত রবিবার ভোররাত থেকে ইথিওপিয়ার হায়লি গুব্বি আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত। লাভার পাশাপাশি সেখান থেকে বের হওয়া ছাইয়ে ঢেকেছে উত্তর-পশ্চিম ভারতের আকাশের একাংশও। এই পরিস্থিতিতে আপাতত পরিষেবা বাতিল করেছে বেশ কয়েকটি বিমান সংস্থা। জেড্ডা, কুয়েত, আবুধাবি থেকে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। দিল্লি-আমস্টারডাম বিমান পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। বিমান সংস্থা এবং বিমানবন্দরগুলিতে সতর্ক করেছে ডিজিসিএ। বিমান সংস্থাগুলিকে এই রুট নিয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জ্বালানি নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে পুরো বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে। ভারত-ইথিওপিয়া এই দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার। কিন্তু ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে নাগাড়ে অগ্ন্যুৎপাতের জেরে দিল্লিতেও বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যেই আগ্নেয়গিরির ছাই মেঘের সঙ্গে আকাশে ভাসছে। সেটির ঘনীভূত অংশ দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের উপরেও ভাসতে শুরু করেছে। ধীরে ধীরে সেটি ঘণ্টা প্রতি ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে পাঞ্জাব, গুজরাত, রাজস্থান এবং মহারাষ্ট্রের দিকেও এগিয়েছে। ইতিমধ্যে সেখানকার আকাশেও এর প্রভাব পড়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মেঘের ছাই মাটিতে পড়লে বিপদ হতে পারে। পাশাপাশি এই ছাইয়ের ফলে না কী সূর্যোদয় এবং সূর্যাস্তের রংও কিছুটা বদলে যেতে পারে। ধোঁয়া, ছাইয়ের কুণ্ডলী এগিয়েছে ইয়েমেন এবং ওমানের দিকেও। প্রসঙ্গত, গত রবিবার সকালে ইথিওপিয়ায় আগ্নেয়গিরি জেগে ওঠে। যার ছাই এবং ধোঁয়া প্রায় ১৪ কিমি উপর পর্যন্ত আকাশে ওঠে। আশেপাশের অঞ্চলগুলিতে হয় ভূমিকম্পও। 
  • Link to this news (বর্তমান)