সংবাদদাতা, ময়নাগুড়ি: কর্মতীর্থ ভবনে স্টল থাকা সত্ত্বেও নতুন বাজার কৃষি মান্ডির গেটের সামনে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকান! অপরদিকে কৃষি মান্ডির ভেতরেও তৈরি হয়েছে অজস্র ঝুপড়ি ঘর। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এই ঘরগুলিতে সন্ধ্যার পর নেশার আসর বসে। কী ভাবে সরকারি জায়গা দখল করে একের পর এক দোকান গড়ে উঠেছে তা নিয়ে ব্যবসায়ী সমিতির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় নতুন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকার বলেন, কৃষি মান্ডির গেটের সামনে থেকে দোকান সরানোর জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ধর্ম রায়, বিপ্লব বিশ্বাসরা বলেন, সন্ধ্যার পর কৃষি মান্ডির ভেতর যে ঝুপড়ি তৈরি হয়েছে সেখানে নেশার আসর বসে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই টহল দেওয়া হয়। তবে আমরা চাইব প্রতিনিয়ত টহলদারি চালাক পুলিশ।