• চুরি যাওয়া সাইকেল ও ল্যাপটপ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও সাইকেল উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম বিজয় রায়। তার বাড়ি ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গা এলাকায়।জানা গিয়েছে, গত ৫ তারিখ ময়নাগুড়ির শুভঙ্কর তরফদার নামে এক যুবক বটেশ্বর মন্দিরের পাশে সাইকেল এবং ল্যাপটপ রেখে ঠাকুর প্রণাম করতে যান। এরপর তিনি ঘুরে এসে দেখতে পান সাইকেলে রাখা ল্যাপটপের ব্যাগ এবং সাইকেল দুটোই নেই। সেদিনই তিনি ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ময়নাগুড়ি থানার পুলিশ। অভিযোগকারী তাঁর সাইকেলের বর্ণনা দেয় পুলিশের কাছে। ময়নাগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি সাইকেল সারাইয়ের দোকানে চুরি হয়ে যাওয়া সাইকেলটি রয়েছে। এরপর সেখানে হানা দেন তদন্তকারীরা। সাইকেল সারাইয়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পুলিশকে জানান, এক ব্যক্তি সাইকেলটি এখানে ঠিক করাতে নিয়ে এসেছেন। সেই সূত্র ধরেই অভিযুক্তর খোঁজ শুরু হয়। খোঁজ মেলার পর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় ল্যাপটপটি। পুলিশ জানিয়েছে, ল্যাপটপের ব্যাগ অভিযুক্ত একটি ডোবায় ফেলে দিয়েছিল। এরপর সে ল্যাপটপটি বাড়ি নিয়ে চলে এসেছিল। অভিযোগকারী শুভঙ্কর বলেন, ময়নাগুড়ি থানার পুলিশকে ধন্যবাদ জানাই। তাঁদের জন্যই আমি আমার হারানো ল্যাপটপ ও সাইকেল ফিরে পেলাম। 
  • Link to this news (বর্তমান)