• দমদম মেট্রো স্টেশনে ঝাঁপ যাত্রীর, ব্যস্ত সময়ে ব্লু লাইনে ব্যাহত পরিষেবা
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম মেট্রো স্টেশনের শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে ঝাঁপ। ব্লু লাইনে ব্যাহত ট্রেন চলাচল। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। এক যাত্রী আচমকাই দমদম স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ট্রেনের গতি কম থাকায় সতর্ক চালক দ্রুত ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন। তবে এই ঘটনার ফলে ব্যস্ত সময়ে ব্যাহত হয় মেট্রো পরিষেবা।দমদমের পাশাপাশি অন্যান্য স্টেশনেও মেট্রোগুলি দাঁড়িয়ে পড়ে। ঝাঁপ দেওয়ার পর গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল। এরপর দুপুর সোয়া ১২টা নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়। কিন্তু অফিস টাইমে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। ঝাঁপ দেওয়া যাত্রী জীবিত না কী তাঁর মৃত্যু হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ওই যাত্রী সেটিও খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। উল্লেখ্য, এই নিয়ে মেট্রোয় গত ৬ দিনে তিনটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। 
  • Link to this news (বর্তমান)