আমার সঙ্গে খেলতে এসো না, আমি খেললে ছুঁতেও পারবে না, নাগালও পাবে না: মমতা
বর্তমান | ২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে মাত্র একটা মাস। বছর ঘুরলেই বাংলায় বেজে যাবে ২০২৬ বিধানসভা ভোটের দামামা। জোড়া কর্মসূচির মাধ্যমে আজ, মঙ্গলবার বনগাঁয় যেন তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ছিল বনগাঁর ত্রিকোণ পার্কে সমাবেশের পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করবেন মমতা। এদিন হেলিকপ্টারেই বনগাঁয় আসার কথা ছিল তাঁর। কিন্তু কপ্টারের বিমা সংক্রান্ত সমস্যা থাকায় শেষে সড়কপথে গাড়িতেই বনগাঁয় আসেন তিনি। সভায় এসে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, সরকারের একটা কপ্টার নেওয়া রয়েছে। কিন্তু আমার ঠিক বের হওয়ার আগেই খবর এল হেলিকপ্টারটি যাবে না। দারুণ মজার খবর, নির্বাচন শুরুই হল না কিন্তু তার মধ্যেই সংঘাত শুরু হয়ে গেল। কিন্তু এতে ওরা বুঝল না আমার কিন্তু ভালই হল। কারণ, রাস্তায় আসার সময় প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার জনসংযোগ হয়ে গেল। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, আমার সঙ্গে খেলতে এসো না। আমার সঙ্গে খেলতে গেলে আমি কিন্তু যে খেলাটা খেলব তাতে তোমরা কিন্তু আমাকে ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না, নাগালও পাবে না।বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও কটাক্ষ করেন মমতা। বলেন, এসআইআর করতে তিন বছর সময় লাগে। কেন সেটি তাড়াহুড়ো করে মাত্র ২ মাসে করা হচ্ছে? সভামঞ্চ থেকেই মতুয়াদের আশ্বস্ত করে মমতা বলেন, আমরা থাকতে আপনাদের কাউকে তাড়াতে দেব না। আপনারা কেউ ভয় পাবেন না। এরপরই হুঁশিয়ারির সুরে বিজেপিকে বলেন, বাংলাকে আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। ভারতবর্ষ হেলিয়ে দেব। বাংলার মানুষের গায়ে হাত দিলে কাউকে ছাড়া হবে না, একথাও সভায় বারবার বলেন তিনি। এসআইআরের নামে এনআরসির চক্রান্ত চলছে বলেও দাবি করেন মমতা। বিহারের এসআইআর প্রসঙ্গ তুলে মমতা বলেন ওরা খেলাটা ধরতে পারেনি। তবে মনে রাখবেন এটা কিন্তু বাংলা, বিহার নয়। এবার বাংলা দখল করতে গিয়ে গুজরাতও হাতছাড়া হবে বিজেপির। গেরুয়া শিবিরের রক্তচক্ষুকে ভয় পাই না। অন্যদিকে, বিজেপি অবশ্য এই বিষয়টিকে মতুয়া আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রচেষ্টা বলে দাবি করেছে।