• বেঙ্গালুরুতে কলেজ ছাত্রীর রহস্যমৃত্যু, ভাড়াবাড়ি থেকে উদ্ধার দেহ, খুন নাকি আত্মহত্যা?
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর মানাসাতে এক তরুণীর রহস্যমৃত্যু। ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দেবশ্রী। বেঙ্গালুরুর একটি কলেজে তিনি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তদন্তকারীদের একটি সূত্রের খবর, এদিন রাত সাড়ে ৯টা নাগাদ দেবশ্রী তাঁর এক বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করেছিলেন। পরদিন সকাল সাড়ে আটটা নাগাদ ওই যুবক ঘর থেকে বেরিয়ে যান। বাইরে থেকে দরজা বন্ধ করে তিনি সেখান থেকে চম্পট দেন। জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রেম বর্ধন। পুলিশের অনুমান, দেবশ্রীর সঙ্গে এই যুবকের প্রমের সম্পর্ক ছিল। এদিন কোনও কারণে তাঁদের মধ্যে বাগ-বিতণ্ডা হয় এবং তারপরই খুন হন দেবশ্রী। যদিও গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    পুলিশের এক আধিকারিক বলেন, “ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ঘটনার নেপথ্য়ে রয়েছে প্রেম। তাঁর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি।”
  • Link to this news (প্রতিদিন)