• দুবাইয়ে গ্রেপ্তার ২,৫০০ কোটির মাদকচক্রের পাণ্ডা, ভারতে ফেরাতে তৎপর NCB
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ে গ্রেপ্তার ২,৫০০ কোটি টাকার মাদকচক্রের পাণ্ডা পবন ঠাকুর। গত সেপ্টেম্বরে পবনের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ‘সিলভার নোটিস’ জারি করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাতেই সাফল্য এল। খুব শীঘ্রই তাকে ভারতে ফেরানো হবে।

    ২০২৪ সালের নভেম্বর মাসে দিল্লিতে প্রায় ৮২ কিলোগ্রাম কোকেন ধরা পড়ে। যার বাজার মূল্য ২,৫০০ কোটি টাকা। তদন্ত সূত্রে জানা যায়, ওই মাদক পাচারের পরিকল্পনা করেন পবন ঠাকুর। সমুদ্রবন্দর মারফত ভারতে ঢুকেছিল মাদক। এরপর তা বন্দরের কাছে গুদামে মজুত করা হয়। ট্রাকে চাপিয়ে দিল্লিতে পৌঁছে দিতেই ধরা পড়ে। কয়েক সপ্তাহ আগে রাজধানীতে ধরা পড়ে ২৮২ কোটি টাকার মাদক। এর পিছনেও পবনের হাতযশ রয়েছে বলেই ধারণা তদন্তকারীদের। এছাড়াও ‘হাওয়ালা’ তথা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে পবন ঠাকুরের বিরুদ্ধে। দিল্লির কুচা মহাজনি মার্কেটে ‘হাওয়ালা’ ব্যবসা থেকেই অন্ধকার জগতে হাতেখড়ি অভিযুক্তের।

    মাদক সংক্রান্ত তদন্ত ছাড়াও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পবনের জাল আমদানি-রপ্তানি নথিপত্রে ৬৮১ কোটি টাকারও বেশি অর্থ পাচারের তদন্ত করছে। কুখ্যাত মাদক পাচারকারীর বিরুদ্ধে একাধিকবার সমন জারি হলেও ইডির দপ্তরে হাজির দেননি তিনি। এরপর দিল্লির পাটিয়ালা হাউস আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে।

    গত বছর দিল্লিতে মাদক আটক এবং পাঁচ সহযোগীকে গ্রেপ্তারের পর পরিবার-সহ দুবাইতে পালিয়ে যান পবন ঠাকুর। সেখান থেকেই চোরাচালান এবং অর্থ পাচারের নেটওয়ার্ক পরিচালনা করছিলেন তিনি। দুবাইতে একাধিক সম্পত্তি কেনেন অভিযুক্ত। একাধিক বিলাসবহুল গাড়ি কেনেন। দুবাই হিলস এস্টেটে একটি প্রাসাদপম ভিলা ক্রয় করেন। এহেন হাই ফ্রোফাইল দুষ্কৃতীকে ভারতে ফেরানোর তোরজোর শুরু করেছে NCB।
  • Link to this news (প্রতিদিন)