• মতুয়াগড়ে SIR প্রতিবাদ তৃণমূল সুপ্রিমোর, দুপুরে ঠাকুরনগরে মিছিল-জনসভা
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: এসআইআরের (SIR in Bengal) প্রতিবাদে আজ মতুয়াগড় ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে বনগাঁ শহরে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা করবেন তিনি। সেই উপলক্ষে ঠাকুরনগরে শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা। মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো হেলিকপ্টারে প্রথমে বনগাঁয় আসবেন মমতা। সেখান থেকে গাড়ি করে গাইঘাটার চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পদযাত্রা, এরপর আবার হেলিকপ্টারেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সুপ্রিমোর সভা ও পদযাত্রার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী রয়েছেন সভা ও পদযাত্রার নিরাপত্তার জন্য। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আগেই বনগাঁ, গাইঘাটা এলাকায় পুলিশের একাধিক কর্তা হাজির হয়েছেন। তৃণমূল নেত্রীর সভা উপলক্ষে বনগাঁ-চাকদহ সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতেও। মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে পদযাত্রা করবেন, সেই রাস্তার দু’পাশ তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। প্রতিটি জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতেও যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

    বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। মমতার কর্মসূচি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী সভা করবেন। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী আসছেন।” এদিকে, বনগাঁ পুরসভায় ডামাডোল চলছে। মুখ্যমন্ত্রী এসে সেই বিষয়েও কোনও বার্তা দেন কি না, সেদিকে তাকিয়ে পুরসভার বাসিন্দারা।
  • Link to this news (প্রতিদিন)