শহরের ‘শীতলতম’ দিনে…কলকাতায় ভরপুর শীতের আমেজ, কত তাপমাত্রা?
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
নিরুফা খাতুন: শহরের ‘শীতলতম’ দিন! হাওয়া অফিসের হিসেবনিকেশ সেকথাই বলছে। নভেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রার পারদ বেশ নিম্নমুখী। মঙ্গলবার এই মরশুমের শীতলতম দিন হিসেবে চিহ্নিত হল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতার তাপমাত্রা নামল ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রির মাঝেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আপাতত শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ। ভোরে ও রাতে ভালোই শীত অনুভূত হবে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হবে এবং তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ওই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘সেনিয়ার’। সংযুক্ত আরব আমিরশাহির দেওয়া এই নামের অর্থ সিংহ। চলতি সপ্তাহের শেষে বিশাখাপত্তনমের কাছাকাছি তা আছড়ে পড়তে পারে। তবে তার সরাসরি কোনও প্রভাব পড়বে না বঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গে সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। তা নামতে পারে স্বাভাবিকের নিচে। কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে এবং জেলাগুলিতে ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এতে খুব একটা বড়সড় পরিবর্তন নেই। আপাতত শুষ্ক আবহাওয়া, হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে। আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।
এদিকে, শীতের আমেজ টের পেতে শুরু করেছেন উত্তরবঙ্গবাসী। মঙ্গলবার দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশা বেশি দেখা যাবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।