• হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতা, সড়কপথে বনগাঁ যাচ্ছেন মমতা
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলিকপ্টার সংস্থার লাইসেন্স নিয়ে জটিলতার জের। হেলিকপ্টারে চড়ে বনগাঁ সফরে যেতে পারলেন না মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Bongaon)। পরিবর্তে সড়কপথে মতুয়াগড়ে যাচ্ছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বদলাল সভার সময়। দুপুর তিনটেয় শুরু হবে জনসভা।

    যে কপ্টারটিতে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে প্রায় ৬ মাস চড়েননি তিনি। সেই কপ্টার চড়েই মঙ্গলবার বনগাঁ সফরে যাওয়ার কথা ছিল তাঁর। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মহড়া দেয় কপ্টার। সেই সময় ওই কপ্টারটি মহড়াও দেয়। লাইসেন্সের মেয়াদ যে পেরিয়ে গিয়েছে, তা বলা হয়নি। এদিকে, মঙ্গলবার সকালে দেখা যায় ওই কপ্টারটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে আর ওই কপ্টারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কেন আগে জানানো হল না, তা তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, কপ্টার সংস্থাটিকে শোকজ করা হয়েছে।

    সড়কপথে যাওয়ার ফলে সভার সময়সূচিতে এসেছে বদল। দুপুর একটার পরিবর্তে তিনটেয় শুরু হবে জনসভা। বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় এদিন জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী রয়েছেন সভা ও পদযাত্রার নিরাপত্তার জন্য। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
    আগেই বনগাঁ, গাইঘাটা এলাকায় পুলিশের একাধিক কর্তা হাজির হয়েছেন। তৃণমূল নেত্রীর সভা উপলক্ষে বনগাঁ-চাকদহ সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতেও। মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে পদযাত্রা করবেন, সেই রাস্তার দু’পাশ তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে। প্রতিটি জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতেও যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মমতার কর্মসূচি নিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, “বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় মুখ্যমন্ত্রী সভা করবেন। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন। এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী আসছেন।”
  • Link to this news (প্রতিদিন)