জমি দান প্রাক্তনীর, মার্কিন মুলুকে তৈরি হচ্ছে আইআইটি খড়গপুরের শাখা
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: এবার মার্কিন মুলুকে তৈরি হচ্ছে আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) শাখা। আমেরিকার টেক্সাসের হিউস্টন শহরে খড়গপুরের প্রাক্তনীর দান করা বাড়িতে গড়ে তোলা হবে প্রথম ভারতীয় প্রযুক্তি বিদ্যার আন্তর্জাতিক শাখা।
সোমবার শান্তিনিকেতনের রাঙাবিতানে আইআইটি, খড়গপুরের ৭৫-তম বর্ষপূর্তিতে বিশেষ ডাক টিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হয় আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী, কলকাতাস্থিত মার্কিন কনসাল জেনারেল ক্যাথি গাইল্স-ডিয়াজ, রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমারের হাত দিয়ে। ডাক বিভাগ সূত্রের খবর, খড়গপুর ক্যাম্পাসের মনোরম ছবি থাকা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ডাক টিকিট আজ থেকেই পাওয়া যাবে দেশের ১ লক্ষ ডাকঘরে।
১৯৫১-য় দেশের প্রথম ভারতীয় প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান হিসাবে আইআইটি খড়গপুরের জন্ম। বিদেশের মাটিতে শাখা খোলার পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে খড়গপুরের ভাবনা আরও ছড়িয়ে দেওয়ার প্রয়াস বলেই মনে করছে শিক্ষা মহল। খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, ‘‘ডাক টিকিট প্রকাশের মাধ্যমে দেশের প্রথম প্রযুক্তি এবং ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উদযাপন শুরু হল। শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। তাই টিকিট প্রকাশের উপযুক্ত স্থান হিসাবে এই স্থানকেই বেছে নেওয়া হয়েছে।’’ তিনি জানান, ‘‘আইআইটি খড়গপুরের প্রাক্তনী অশোক দে আমেরিকার টেক্সাস অঞ্চলের হিউস্টন শহরে একটি বড় বাড়ি দান করেছেন। সেখানেই খড়গপুর একটি শাখা খুলতে চলেছে। ইতিমধ্যেই এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকেও পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তবে মার্কিন মুলুকে শুধুমাত্র প্রযুক্তিবিদ্যার উপরই নয়, বিভিন্ন সামাজিক বিষয়েও পঠনপাঠনের চিন্তাভাবনা রয়েছে।”