• প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, স্ত্রীকে যাবজ্জীবন সাজা কৃষ্ণনগর জেলা আদালতের
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রেমিকের সঙ্গে জোট করে স্বামীকে নৃশংস খুন। ঘটনায় স্ত্রী এবং প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত। সমস্ত প্রমাণ এবং নথি খতিয়ে দেখিয়ে সোমবারেই দু’জনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। আজ মঙ্গলবার স্ত্রী এবং তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনায় জেলা আদালত।

    ঘটনা ২০২৩ সালের ২৫ অক্টোবর মাসের। রক্তা   ক্ত অবস্থায় নিজের বাড়ি থেকেই বিপুল ব্যাপারী নামে এক যুবককে উদ্ধার করা হয়। কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাগআচড়া গোয়ালপাড়া এলাকায় ওই যুবকের বাড়ি। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতারাতি কলকাতার নীলরতন সরকারে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। নভেম্বর মাসের ৫ তারিখ চিকিৎসা চলাকালীনই বিপুল ব্যাপারী নামে ওই যুবকের মৃত্যু হয়। এরপরেই মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

    মৃতের বাবা হীরালাল ব্যাপারীর অভিযোগে জানান, বৌমা পাপিয়া ব্যাপারী ও তার প্রেমিক জয়ন্ত বারুইকে ঘটনার দিন রাতে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে বিপুল। তা চাপা দিতেই পাপিয়া ও জয়ন্ত মিলে ঘরে থাকা একটি লোহার হাতুড়ি দিয়ে বিপুলকে ব্যাপক মারধর করে। অচৈতন্য হয়ে পড়লে তার দেহ ফেলে রেখে পালিয়ে যায় জয়ন্ত। এরপরে বিপুলকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরবর্তীতে মৃত্যু হয় বিপুলের। মামলা চলাকালীন মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়। এমনকী একাধিক নথিও পেশ করে।

    দীর্ঘ বিচার পর্ব শেষে কৃষ্ণনগর জেলা সেশন বিচারক শুভঙ্কর সেন অভিযুক্ত পাপিয়া ও জয়ন্তকে দোষী সাব্যস্ত করে। আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী কুতুব উদ্দিন শেখ জানিয়েছেন, “দুই আসামীর খুনের অভিযোগ প্রমাণ হয়েছে। মোট ২১ জন সাক্ষীর ভিত্তিতে দুজন দোষী সাব্যস্ত হয়। এদিন জেলা জজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।”
  • Link to this news (প্রতিদিন)