এছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে:
* ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে।
* বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস গোমো পর্যন্ত চলবে।
* টাটা-আসানসোল-বরাভূম মেমু আদ্রা পর্যন্ত চলবে।
* আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে।
বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে:
* বক্সার-টাটা এক্সপ্রেস
* হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
* খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস
* ধানবাদ-বাঁকুড়া মেমু
একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ার ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের সুবিধায় ক্রমাগত স্টেশনগুলিতে ঘোষণা করা হচ্ছে। তার ফলে কিছুটা ভোগান্তি লাঘব করা সম্ভব হবে বলেই আশা কর্তৃপক্ষের।