• দক্ষিণ পূর্ব রেলে বাতিল বহু ট্রেন, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের লোকো পাইলটের পরীক্ষায় ব্যস্ত বেশিরভাগ কর্মী। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার চক্রধরপুর ডিভিশনে বাতিল ৩২টি ট্রেন (Train Cancellation)। দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা।

    একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার থেকে বৃহস্পতিবার চক্রধরপুর ডিভিশনে বাতিল কোন কোন ট্রেন:

    * টাটানগর-রাউরকেল্লা-টাটানগর মেমু
    * টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু
    * টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু
    * টাটানগর-গুয়া-টাটানগর মেমু
    * চক্রধরপুর-রাউরকেল্লা-চক্রধরপুর মেমু
    * রাউরকেল্লা-ঝাড়সুগদা-রাউরকেল্লা মেমু
    * ঝাড়সুগদা-সম্বলপুর-ঝাড়সুগদা মেমু
    * টাটানগর-বারবিল-টাটানগর মেমু
    * টাটানগর-বারকানা-টাটানগর মেমু
    * চাকুলিয়া-টাটানগর-চাকুলিয়া মেমু
    * টাটানগর-চাইবাসা মেমু
    * ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু

    মঙ্গলবার ও বুধবার চক্রধরপুর ডিভিশনে বাতিল কোন কোন ট্রেন:
    * হাতিয়া-রাউরকেল্লা প্যাসেঞ্জার
    * বীরমিত্রপুর-বরশুঁয়া-বীরমিত্রপুর প্যাসেঞ্জার
    * হাতিয়া-টাটানগর মেমু

    বুধবার ও বৃহস্পতিবার চক্রধরপুর ডিভিশনে বাতিল কোন কোন ট্রেন:
    রাউরকেল্লা-হাতিয়া প্যাসেঞ্জার
    টাটানগর-হাতিয়া মেমু
    হাতিয়া-টাটানগর মেমু

    আদ্রা ডিভিশনে বাতিল মোট চারটি ট্রেন:
    * আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার
    * আদ্রা-ভগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার
    * মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু
    * আদ্রা-বরাভূম-আদ্রা মেমু

    * বাতিল বোকারো স্টিল সিটি-ধানবাদ-বোকারো স্টিল সিটি।

    এছাড়া বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে: 
    * ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস ট্রেন বোকারো স্টিল সিটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলবে।
    * বর্ধমান হাতিয়া মেমু এক্সপ্রেস গোমো পর্যন্ত চলবে।
    * টাটা-আসানসোল-বরাভূম মেমু আদ্রা পর্যন্ত চলবে।
    * আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেনটি আদ্রা পর্যন্ত চলবে।

    বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে:
    * বক্সার-টাটা এক্সপ্রেস
    * হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
    * খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস
    * ধানবাদ-বাঁকুড়া মেমু

    একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ার ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের সুবিধায় ক্রমাগত স্টেশনগুলিতে ঘোষণা করা হচ্ছে। তার ফলে কিছুটা ভোগান্তি লাঘব করা সম্ভব হবে বলেই আশা কর্তৃপক্ষের।
  • Link to this news (প্রতিদিন)