বোলপুরের স্কুলে র্যাগিংয়ের শিকার ষষ্ঠ শ্রেণির পড়ুয়া! মারের চোটে হাসপাতালে রক্তাক্ত ছাত্র
প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
দেব গোস্বামী, বোলপুর: ফের র্যাগিংয়ের অভিযোগ বাংলায়! ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ। ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে বোলপুরের শান্তিনিকেতন মিশন নামে একটি স্কুলে। পরিবারের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। এমনকী ওই ছাত্র মিথ্যা কথা বলছে বলেও স্কুল কর্তৃপক্ষ জানায় বলে দাবি পরিবারের। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। স্কুলের সামনেই বিক্ষোভ দেখায় পরিবার। প্রশ্ন উঠছে, স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। অন্যদিকে পুলিশের তরফে ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।
পরিবারের অভিযোগ, মাঝেমধ্যেই ক্লাস-৬-এর ওই ছাত্রকে হেনস্তা করা হত। সম্প্রতি ওই পড়ুয়ার উপর নৃশংস অত্যাচার চালানো হয়। অভিযুক্ত ওই স্কুলেরই দুই সিনিয়ার ছাত্র। অভিযোগ, হাত-পায়ে মারধর করা হয়েছে। এমনকী জোরাল কিছু দিয়ে ওই পড়ুয়াকে আঘাত করা হয় বলেও অভিযোগ। যার জেরে ওই ছাত্রের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বোলপুরের শান্তিনিকেতন মিশনের ওই পড়ুয়া।
আক্রান্ত ওই ছাত্রের মা জানিয়েছেন, ”গত দু’বছর ধরে ওই স্কুলে পড়াশোনা করছে। কিন্তু গত কয়েকমাস ধরে স্কুলের সিনিয়ার ছাত্রকে নানাভাবে হেনস্তা করছিল। মারধর করা হতো।” এই বিষয়ে বহুবার জানানো হয়। কিন্তু স্কুলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে স্কুলের তরফে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। স্কুল কতৃপক্ষের দাবি, ”এটি আবাসিক স্কুল। ছেলেটি বাড়ি যাওয়ার জন্য মিথ্যা অজুহাত সাজিয়েছে।” র্যাগিংয়ের মতো কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি। জানা যাচ্ছে, পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।