• ফের মেট্রোয় ঝাঁপ, পরিষেবা ব্যাহত, ব্লু লাইনে ভোগান্তি যাত্রীদের
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় (Kolkata Metro) ঝাঁপ। মঙ্গলবার দমদম স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেন বলেই খবর। তার ফলে ব্লু লাইনের ডাউন শাখায় আংশিক পরিষেবা ব্যাহত হয়। অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রায় ৪৫ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

    কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১টা ৩১ মিনিট নাগাদ দমদম স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ট্রেনের গতি কম ছিল সেই সময়। তার ফলে ব্রেক কষে দাঁড়িয়ে যায় মেট্রোটি। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রোর (Kolkata Metro) সামনে ঝাঁপ দেওয়ার ফলে ব্লু লাইনের ডাউন শাখায় আংশিক ব্যাহত হয় পরিষেবা। গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল। বাকি বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট এই পরিস্থিতি থাকায় অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

    প্রসঙ্গত, মেট্রোয় আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন কিছু নয়। তা ঠেকাতে মেট্রোর তরফে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সচেতনতামূলক বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। নতুন লাইনগুলিতে স্টেশনে বসানো হয়েছে গেটও। কিন্তু এরপরেও আত্মহত্যার ঘটনা যে ঠেকানো সম্ভব হয়নি, এই ঘটনাই প্রমাণ। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ বছরে কলকাতা মেট্রোয় কতজন আত্মহত্যা করেছেন? তা মার্চ মাসে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। পরিসংখ্যানে রেল মন্ত্রক জানিয়েছিল, ২০২০ সালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা করেছিলেন এক জন। ২০২১ সালে কোনও আত্মহত্যার ঘটনা ঘটেনি। ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে এই আত্মহত্যার সংখ্যাটা সর্বাধিক হয়ে দাঁড়ায়। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের দুমাসেই (জানুয়ারি-ফেব্রুয়ারি) ২ জন আত্মহত্যা করেছেন। তারপরেও কলকাতা মেট্রোতে চলতি বছরে একাধিকবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
  • Link to this news (প্রতিদিন)