• ‘তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক লাইভ টেলিকাস্ট করুন’, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের
    প্রতিদিন | ২৫ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR বিরোধী আন্দোলন যে বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতেও শুরু হতে চলেছে সে ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কমিশনকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছ্বভাবে SIR পরিচালনা করে থাকে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিক। তৃণমূল সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক লাইভ টেলিকাস্ট করা হোক।

    গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। সূত্রের খবর, ১০ জনের এই দলে রয়েছেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, সাকেত গোখলে।

    তবে নির্বাচন কমিশন, মাত্র পাঁচজন সাংসদকেই সময় দিয়েছে।  জানানো হয়েছে, ৫ সদস্যের প্রতিনিধিদল দিল্লিতে কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার, অর্থাৎ ২৮ নভেম্বর বেলা ১১টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। কারা কারা কমিশনের দপ্তরে যাবেন, আগে থেকে তাঁদের নাম জানাতে হবে তৃণমূলকে। যদিও অভিষেকের ঘোষণা, ১০ সাংসদই দেখা করতে যাবেন। সেক্ষেত্রে আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। 

    সংঘাতের আরও একটা জায়গা আছে। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ্ব হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট হোক। অভিষেক সোশাল মিডিয়ায় বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।”

    অভিষেকের চ্যালেঞ্জ, “যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, “কমিশন কি স্বচ্ছ্ব, নাকি শুধু দরজা বন্ধ করেই কাজ করে।” একা অভিষেক নন, সাগরিকা ঘোষ-সহ তৃণমূলের অন্য সাংসদরাও একই প্রশ্ন তুলেছেন।
  • Link to this news (প্রতিদিন)