• আগ্নেয়গিরি হেইলি গুব্বির ছাইয়ের মেঘ কি ভারতের উপর থেকে সরল? যা জানাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৫
  • অবশেষে ভারতের আকাশ থেকে সরল ছাই সঙ্কট। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে যে ভারত জুড়ে বিমান চলাচল বর্তমানে স্বাভাবিক। কেবলমাত্র সীমিত সতর্কতামূলক পদক্ষেপের মাধ্যমে রুট পরিবর্তন করা হচ্ছে।

    প্রায় ১২ হাজার বছর পরে জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি হেইলি গুব্বি। ভারত থেকে আকাশপথে ইথিওপিয়ার ভৌগোলিক দূরত্ব ৪,৫৫২ কিলোমিটার। তবু ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের জেরে তৈরি হওয়া ছাই ভেসে আসে ভারতের আকাশেও। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি বেগে সাড়ে চার হাজার দূরত্ব পাড়ি দিয়ে ঢুকে পড়ে দিল্লির আকাশে। যার জেরে সোমবার বিকেলের পর থেকে আংশিক ব্যাহত হয় বিমান পরিষেবা।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই বর্তমানে পূর্ব দিকে ভেসে যাচ্ছে। যদিও আগ্নেয়গিরির ছাই ছিল ২৫ হাজার থেকে ৪৫ হাজার ফুট উঁচুতে, যা প্রত্যক্ষ ভাবে আবহাওয়ায় তেমন প্রভাব পড়বে না বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। একইসঙ্গে মঙ্গলবার সন্ধের মধ্যেই এই ছাই সরে যাওয়ারও পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সেই মতোই ভারতের আকাশ থেকে এখন আগ্নেয়গিরির ছাইমুক্ত। সমস্ত ছাই হাওয়ার টানে চিনের দিকে সরে গিয়েছে বলে খবর।

    অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে যে পরিস্থিতি পরিচালনার জন্য তারা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC), ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD), বিমান সংস্থা এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির সঙ্গে কো-অর্ডিশন রেখে কাজ করছে।

    এ ছাড়া অ্যাভিয়েশন মিনিস্ট্রি জানিয়েছে, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) প্রয়োজনীয় নোটাম জারি করেছে এবং সব ফ্লাইটকেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভারতজুড়ে এখন সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে বিমান পরিষেবা। সতর্কতা হিসেবে মাত্র কয়েকটি ফ্লাইটের রুট পরিবর্তন করা হয়েছে বা নামানো হয়েছে। এই মুহূর্তে উদ্বেগের কোনও কারণ নেই। আমরা পরিস্থিতি নজরে রেখেছি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত সময়োপযোগী আপডেট দেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)