প্রেমিককে নিয়ে পালান ভিন রাজ্যে! ফিরে আসতেই যা হল...
আজকাল | ২৬ নভেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকের সঙ্গে পালিয়ে চরম পরিণতি যুবতীর৷ ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন৷ পরে সেখান থেকে বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা উদ্ধার করে আনেন যুবতীকে৷ এরপরই ঘটে বিপত্তি। শ্বশুরবাড়ি ফেরার সপ্তাহখানেকের মধ্যেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি দক্ষিন চব্বিশ পরগনার কুলতলিতে ঘটেছে।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, মৃতার নাম অর্পিতা হালদার। বছর চারেক আগে তাঁর বিয়ে হয় নন্দ হালদারের সঙ্গে। নন্দ কুলতলী থানার নাপিতখালি গ্রামের বাসিন্দা। অন্যদিকে অর্পিতার বাপের বাড়ি বকুলতলা থানা এলাকায়৷ জানা গিয়েছে, নন্দ এবং অর্পিতা দুই নাবালক সন্তানের বাবা-মা।
অর্পিতার পরিবার সূত্রে খবর, সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁদের মেয়ে৷ এর জেরে দাম্পত্যকলহ চলছিল৷ এই ঘটনার কিছু দিন আগে স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে ওড়িশা পালিয়ে গিয়েছিলেন অর্পিতা।
অর্পিতার খোঁজ করতে করতে তাঁর বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় যান৷ শেষমেশ ওড়িশার একটি জায়গায় খোঁজ মেলে তাঁদের মেয়ে অর্পিতার। জানা গিয়েছে সপ্তাহখানেক আগে নিজের শ্বশুরবাড়ি ফেরেন যুবতী৷ মঙ্গলবার সকালে ঘরে অর্পিতার ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পায় তাঁর ছোট মেয়ে৷ এহেন দৃশ্য দেখে সে চেঁচামেচি করতে শুরু করে। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে ছুটে যান। তড়িঘড়ি কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্পিতাকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে। এটি খুন না আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।