• ৫ নয়, ১০ জন যাবেন দিল্লির নির্বাচন কমিশনের অফিসে, চিঠি দিয়ে জানাল TMC
    আজ তক | ২৬ নভেম্বর ২০২৫
  • তৃণমূলের ১০ সাংসদ যাচ্ছেন দিল্লির নির্বাচন কমিশনে। ২৮ নভেম্বর সকাল ১১টায় বৈঠক হওয়ার কথা। মঙ্গলবার  সাংসদ ডেরেক ও'ব্রায়েন মুখ্য নির্বাচন কমিশনার সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে ১০ জনের নাম দিয়েছেন। যদিও কমিশন তৃণমূলের পাঁচ প্রতিনিধির সঙ্গে দেখা করবে বলে জানিয়েছিল।

    জ্ঞানেশকে লেখা চিঠি থেকে জানা যায়, সাংসদ  কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং তিনি নিজে যাবেন।

    মঙ্গলবার নির্বাচন কমিশন মমতার কালীঘাটের বাড়িতে একটি চিঠি পাঠায়। তাতে তৃণমূলের পাঁচ প্রতিনিধির সঙ্গে কথা বলবে বলে জানায়। তৃণমূলকে প্রতিনিধিদলে কারা থাকবেন সেই নাম জানাতে বলা হয়েছিল। কমিশন জানায়, ডেরেক দেখা করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধের ভিত্তিতেই কমিশন অনুমতি দিয়ে পাল্টা চিঠি পাঠায়। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কমিশন আলোচনা করতে চায় বলেও চিঠিতে বলা হয়। তার পরেই তৃণমূল কমিশনকে ১০ জন প্রতিনিধির নাম জানায়।

    SIR-নিয়ে কমিশনকে একাধিকবার আক্রমণ করেছেন মমতা। মুখ্য নির্বাচন কমিশনারকে দু’বার চিঠিও লিছেছেন। SIR প্রক্রিয়া স্থগিত করারও অনুরোধ জানান তিনি। তিনি অভিযোগ করেছিলেন, পরিকল্পনাহীন ভাবে SIR চলছে। পাশাপাশি, কাজের চাপে বিএলওদের মৃত্যু প্রসঙ্গও টেনে আনেন। 

    পাশাপাশি সাংসদ অভিষেকও সোমবার দলীয় নেতাদের নিয়ে কমিশনের সঙ্গে দেখা করার কথা বলেন। ১০ জন সাংসদের নাম উল্লেখ করে কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিতে বলেন তিনি।
  • Link to this news (আজ তক)