স্বামীকে খুন করে দেহ ড্রামে! কন্যাসন্তানের জন্ম দিল সেই ‘খুনি স্ত্রী’ মুসকান
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতে বিতর্ক তুঙ্গে ওঠে মীরাটের মার্চেন্ট নেভি অফিসার স্বামী সৌরভ রাজপুতের হত্যার ঘটনাকে কেন্দ্র করে। তাকে খুন করে ১৫ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার হয় তার স্ত্রী মুসকান রাস্তোগি। একই অপরাধে অভিযুক্ত হয় তার প্রেমিক সাহিল শুক্লাও। গ্রেপ্তারির অব্যবহিত পরেই জানা গিয়েছিল মা হতে চলেছে মুসকান। অবশেষে সোমবার সন্ধ্যায় সন্তানের জন্ম দিয়েছে সে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সিনিয়র জেল সুপারিটেন্ডেন্ট বীরেশ রাজ শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত রবিবার প্রচণ্ড প্রসব বেদনা ওঠে মুসকানের। তাকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যদের খবর দিলেও কেউই হাসপাতালে আসেনি। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় আট সদস্যের নজরদারিতে সোমবার কন্যাসন্তানের জন্ম দিল মুসকান। সদ্যোজাতের ওজন ২.৪ কেজি বলে জানানো হয়েছে। মুসকানের শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার সে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মূল গেটের সামনে ও অন্যত্র পুলিশি প্রহরা কড়া করা হয়।
অভিযোগ, গত ৪ মার্চ প্রেমিক সাহিল শুক্লার সহযোগিতায় সৌরভকে খুন করে মুসকান। এর অর্থ, তার সপ্তাহখানেক আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল মুসকান। সে নিজেও এব্যাপারে কিছু জানত না। অবশ্য তার গর্ভস্থ সন্তানের বাবা স্বামী সৌরভ নয় সেব্যাপারেও একপ্রকার নিশ্চিত তদন্তকারীরাও। সে মা হতে চলেছে জেনেও কেউ যোগাযোগ করেনি। এমনকী মুসকানের প্রেমিক সাহিল শুক্লার সঙ্গেও তাঁর পরিবারের কেউ সেই থেকে জেলে দেখা করতে আসেনি।
জানা গিয়েছে, পুলিশকে মুসকান বলেছে, ২০২১ সালেই সৌরভের সঙ্গে ডিভোর্সের মামলা শুরু হয়ে গিয়েছিল। তখনও সাহিলের সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। পরে যত তাঁদের সম্পর্ক গাঢ় হয়েছে ততই সৌরভের সঙ্গে বিচ্ছেদ পাকাপাকি করতে মরিয়া হয়ে উঠেছিল সে। আর সেই কারণেই নাকি শেষমেশ আর ধৈর্য ধরতে না পেরে স্বামীকে খুন করে সে। এমনই দাবি অভিযুক্ত মুসকানের।