‘হিন্দু-বিরোধী অভিযোগ ভিত্তিহীন’, জুতো কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা এজলাসে প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য জুতো ছোড়ার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই ঘটনা নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি। বলেন, “এজলাসে ওই হামলা আমার উপর কোনও প্রভাব ফেলেনি। আমাকে হিন্দু-বিরোধী বলে যে অভিযোগ করা হয়েছে, তা-ও ভিত্তিহীন। হিন্দু ভাবাবেগে আঘাতের প্রশ্নই ওঠে না।”
গত মাসে একটি মামলার শুনানি চলাকালীন আচমকাই আইনজীবী রাকেশ প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, “ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না।” ঘটনার সপ্তাহ খানেক আগে প্রাক্তন প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলার শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি মন্তব্য করেন, “যাও, দেবতাকে জিজ্ঞাসা করো” অনেকের মতে, এই ঘটনার সঙ্গে সম্পর্ক ছিল প্রাক্তন প্রধান বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং ‘সনাতনের অপমান’ সম্পর্কিত মন্তব্যের।
একমাসেরও বেশি সময় পর ঘটনাটি নিয়ে ফের মুখ খুললেন প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে আইনের মহিমা কাউকে শাস্তি দেওয়ার মধ্যে নয়, বরং ক্ষমা করার মধ্যে রয়েছে।” হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ খারিজ করে তিনি বলেন, “হিন্দু ভাবাবেগে আঘাতের কোনও প্রশ্নই ওঠে না। আমি মন্দির, দরগা, মসজিদ, গুরুদ্বার এবং গির্জা সমস্ত জায়গাতেই গিয়েছি।” তাঁর কথায়, “এই হামলা আমার উপর কোনও প্রভাবই ফেলেনি। কারণ, আমার বিবেক পরিষ্কার ছিল। আমি একাধিকবার বলেছি, আমি সব ধর্মকেই সম্মান করি। আমার বাবা একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলেন। আমি তাঁর গুণাবলী আত্মস্থ করার চেষ্টা করেছি।”