লাল সন্ত্রাসে’ লাগাম! এবার ছত্তিশগড়ে ২৮ মাওবাদীর আত্মসমর্পণ, সম্মিলিত মাথার দাম ৮৯ লক্ষ
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জঙ্গলযুদ্ধে’ ক্রমশ পিছু হটছে মাওবাদীরা। সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি মতো আগামী বছরের মার্চের মধ্যেই মাওবাদ থেকে মুক্ত হবে দেশ। ইতিমধ্যে অধিকাংশ শীর্ষ লাল নেতা হয় নিহত নতুবা আত্মসমর্পণে বাধ্য হয়েছেন। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মঙ্গলবার একসঙ্গে ২৮ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। এদের মধ্যে ২২ জনের মিলিত মাথার দাম ৮৯ লক্ষ টাকা।
এদিন যে ২৮ জন আত্মসমর্পণ করেছেন তার মধ্যে ১৯ জন মহিলা সদস্য। বাস্তার রেঞ্জের আইজিপি সুন্দররাজ পাট্টিলিনগান বলেন, ‘নিয়াদ নেল্লানর’ (ভালো গ্রাম) প্রকল্প এবং নতুন আত্মসমর্পণ প্রকল্পের আকর্ষণে জঙ্গল ও সন্ত্রাসের অনিশ্চিত জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন মাওবাদীরা। উল্লেখ্য, ‘নিয়াদ নেল্লানর’ প্রকল্পে গ্রামান্নায়নের কাজ হচ্ছে। পাশাপাশি বস্তার রেঞ্জ পুলিশ মাওবাদী অস্ত্র সংবরণ প্রকল্পে একাধিক সুবিধা দিচ্ছে। তাঁদের বাসস্থান এবং জীবিকার ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবারই হায়দরাবাদে ৩৭ জন নকশালপন্থী অস্ত্র সংবরণ করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”