ভাটপাড়ায় বিএলওকে হুমকি বিজেপির! ৩দিন কাজ বন্ধ, সরব তৃণমূল
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়ায় বিএলওকে হুমকি ও হেনস্থার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এসআইআর মিটে গেলে বাড়িতে থাকতে না দেওয়ারও অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঘটনাটি জানাজানি হতেই তীব্র উত্তেজনা এলাকায়। সরব হয়েছেন তৃণমূল নেতারা। এদিনই তারা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “অভিযোগ হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর পার্টের বিএলও-র দায়িত্ব পেয়েছেন শৈলেন্দ্র চৌধুরী। অভিযোগ, বিজেপির কিছু কর্মী তাঁকে হুমকি দিয়েছেন। ছিঁড়ে ফেলা হয়েছে রেজিস্টার। আতঙ্কে বিএলও এসআইআরের কাজ করতে পারেননি জানিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা তথা ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। তাঁর বক্তব্য, “বিজেপির যিনি বিএলও’র বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন, উনি ওই বুথের ভোটারও নন। তাই স্বাভাবিক ভাবেই মনে হচ্ছে এটি বিজেপির সংগঠিত অপরাধ। আতঙ্কে ৩ দিন বিএলও এসআইআরের কাজ করতে পারেনি। ফলে মানুষের মধ্যে ধন্দ তৈরি হয়েছে। এনিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি।” বিএলও জানিয়েছেন, “বিজেপির সঞ্জিত রায় নামে একজন আমাকে হুমকি দিয়ে রেজিস্টার নিয়ে তথ্য নেয়। এরজন্য রেজিস্টার খাতার পৃষ্ঠা ছিঁড়ে গিয়েছে। রাতেও বাড়িতে এসে সে হুমকি দিয়েছে। ঘটনাটি ইআরও’কে জানিয়েছি।”
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, “বিজেপি এসআইআরের সর্মথন করে। তাই এমনটা করার প্রশ্নই নেই। ওই বুথে আমাদের বিএলএ তাঁর এক আত্মীয়ের মৃত্যুর জন্য এলাকায় নেই। সেই সুযোগে বিএলও বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে এসআইআরের কাজ করছে। সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদ করেছিল। তাই, পরিকল্পনা এখন তৃণমূলের নেতারা এমনটা করিয়েছে।”