• ‘আমার সঙ্গে খেলতে যেও না’, কপ্টার বিভ্রাটে বিজেপিকে নিশানা মমতার
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর আবহে উত্তপ্ত রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বনগাঁ সফরে যাওয়ার পথে ফের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার বিভ্রাট। আচমকা ইন্সিওরেন্স জটিলতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। বিজেপিকে নিশানা করেছেন মমতা।

    মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কের মঞ্চ থেকে তিনি বলেন, “আমার আসতে দেরি হয়েছে। ক্ষমা চাইছি। আমি ৭-৮ মাস কপ্টার ব্যবহার করিনা। গাড়িতে গাড়িতে ঘুরি। আমাদের সরকারের একটা হেলিকপ্টার নেওয়া আছে। হঠাৎ খবর এল হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর। ভোটই শুরু হল না, তার মধ্যে সংঘাত শুরু হয়ে গেল। একদিকে ভালোই হয়েছে রাস্তায় আসতে আসতে আমার জনসংযোগ হয়ে গেল। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যাস না। আমার সঙ্গে খেলতে গেলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না। ছুঁতেও পারবে না।” এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার হেলিকপ্টার নিয়ে বিতর্ক দানা বাঁধে।

    প্রসঙ্গত, যে কপ্টারটিতে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে প্রায় ৬ মাস চড়েননি তিনি। সেই কপ্টার চড়েই মঙ্গলবার বনগাঁ সফরে যাওয়ার কথা ছিল তাঁর। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন মহড়া দেয় কপ্টার। সেই সময় ওই কপ্টারটি মহড়াও দেয়। লাইসেন্সের মেয়াদ যে পেরিয়ে গিয়েছে, তা বলা হয়নি। এদিকে, মঙ্গলবার সকালে দেখা যায় ওই কপ্টারটির লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবে আর ওই কপ্টারে যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বাধ্য হয়ে সড়কপথে বনগাঁ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, কেন আগে জানানো হল না, তা তদন্ত করে দেখা হবে। সূত্রের খবর, কপ্টার সংস্থাটিকে শোকজ করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)