• প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন! শ্বশুরবাড়িতে ফেরার পরই উদ্ধার কুলতলির বধূর দেহ
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • দেবব্রত দাস, বারুইপুর: বিয়ের পর থেকেই অশান্তি! এর মাঝেই প্রতিবেশী যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। পরে প্রেমিকের সঙ্গে বাড়িও ছাড়েন। সপ্তাহখানেক আগে ওড়িশা থেকে তাঁকে নিয়ে আসেন শ্বশুর ও বাপেরবাড়ির সদস্যরা। তারপরই মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত্যু যুবতীর। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়।

    পরিবার জানা গিয়েছে, মৃত যুবতীর নাম অর্পিতা হালদার। বয়স ২৫ বছর। বছর চারেক আগে বকুলতলা থানা এলাকার ভবানীমারি এলাকার বাসিন্দা অর্পিতার সঙ্গে বিয়ে হয় কুলতলি থানা এলাকার নাপিতখালির নন্দ হালদারের। তাঁদের দুই বছরের কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর নানান কারণে অশান্তি চলছিল। এরই মাঝে প্রতিবেশী সুব্রত সরদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্পিতা। বিষয়টি জানাজানি হতেই সমস্যা আরও বাড়ে।

    মাসখানেক আগে প্রেমিকের সঙ্গে প্রতিবেশী রাজ্য ওড়িশায় চলে যান অর্পিতা। সপ্তাহখানেক আগে তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরেয়ে আনেন দুই পরিবার। এরপরই মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অর্পিতার মেয়ের চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। তাঁকে উদ্ধার করে দ্রুত কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

    দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)