• ‘খাদান’ বদলে দিয়েছে সুজিত দত্তের জীবন, ‘খাদান ২’-এর আগে কোন সুখবর দিলেন পরিচালক
    আনন্দবাজার | ২৫ নভেম্বর ২০২৫
  • ‘খাদান’ মুক্তির পর থেকে তাঁর জীবন আদ্যোপান্ত বদলে গিয়েছে। মঙ্গলবার, মেয়ে হওয়ার পরে জীবন আরও অনেকটা বদলে গেল পরিচালক সুজিত দত্তের। অনেক দিন ধরে এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিলেন পরিচালক। ২০১৪ সালে বিয়ে হয়। মাঝে ১১ বছর কেটে গিয়েছে। বাবা হওয়ার যাত্রাটা খুব মসৃণ ছিল না। সেই কাহিনিই বললেন সুজিত।

    ‘খাদান’ তৈরি হওয়ার আগে পর্যন্ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ২০১৮ থেকেই সন্তানের পরিকল্পনা করছিলেন সুজিত এবং তাঁর স্ত্রী। পরিচালকের কথায়, যেমনটা ভেবেছিলেন, ঠিক তেমনটা হয়নি। চেষ্টা করেও সন্তানসুখ পাচ্ছিলেন না তাঁরা। সুজিত বলেন, “খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। ভেবেছিলাম আইভিএফ-এর মাধ্যমেই সন্তান নেব। তার পর আমার কোমরে সমস্যা হল। বাবাকে হারালাম। এমনকি সে সময় ‘খাদান’-এর শুটিংও স্থগিত হয়ে গিয়েছিল। আমার সব কিছু ঘেঁটে গিয়েছিল।” ২০২৪ থেকে সময়টা পুরোই বদলে গিয়েছে।

    ২০২৪ থেকে আবার ‘খাদান’-এর শুটিং শুরু হয়। পরিচালক যোগ করেন, “কাজ হালকা হওয়ার পরে ভেবেছিলাম আইভিএফ–এর প্রক্রিয়া শুরু করব। তার পরেই আসে সুখবর। স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান এসেছে আমাদের কোলে। খুব খুশি আমরা। ‘খাদান’ মুক্তি পাওয়ার পর থেকে অনেক কাজ এসেছে। কিন্তু সন্তানের জন্য বেশ কিছু কাজ বাতিল করেছি। ফলে আরও খুশি আমরা। বাড়িতে লক্ষ্মী এসেছে।” এর পরেই কি পরিচালক ‘খাদান ২’-এর কাজে মন দেবেন? সে কথা এখনই খোলসা করতে নারাজ সুজিত। সবটাই নাকি ক্রমশ প্রকাশ্য।
  • Link to this news (আনন্দবাজার)