• ইসকনে যৌন হেনস্তা: শিশু সুরক্ষা কমিশনে যেতে বলল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ইসকনের একাধিক শাখায় শিশুদের উপর যৌন নির্যাতন চালানো হয়। এই সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়া সত্ত্বেও তারা উপযুক্ত কোনও ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতিতে তদন্তের নির্দেশিকা চেয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই প্রেক্ষিতে আবেদনকারীদের জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কাছে যেতে বলল শীর্ষ আদালত। বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, জাতীয় শিশু সুরক্ষা কমিশন (এনসিপিসিআর), উত্তরপ্রদেশ শিশু সুরক্ষা কমিশন (ইউপি এসসিপিসিআর) এবং পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনই (ডব্লুবি এসসিপিসিআর) উপযুক্ত সময়ে এই নিয়ে ব্যবস্থা নিতে পারে। 

    ইসকনের বিরুদ্ধে শিশুদের উপর যৌন হেনস্তার মূল মামলাটি করেছেন রজনীশ কাপুর নামে এক ব্যক্তি। এছাড়াও একগুচ্ছ মামলা দায়ের হয়। সারাদেশেই একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান চালায় ইসকন। অভিযোগ, ইসকন এবং তার শাখা সংগঠনগুলিতে প্রবীণ আধিকারিকদের হাতে যৌন হেনস্তা এবং শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে ২০০-রও বেশি শিশু। এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে ইসকনের কাছে। তবে অভ্যন্তরীণভাবে জমা পড়া অভিযোগগুলি নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আবেদনে বলা হয়েছে, শিশুদের শারীরিক এবং মানসিক নির্যাতন থেকে রক্ষা করা যে কোনও সংস্থারই সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ইসকন।
  • Link to this news (বর্তমান)