• জুবিনকে হত্যা করা হয়েছে, এবার বিধানসভায় দাবি অসমের মুখ্যমন্ত্রীর
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • গুয়াহাটি: জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুরহস্য নিয়ে এবার বিধানসভায় বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। বিরোধীদের মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার সময় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, এটা সাদামাটা খুনের ঘটনা ছাড়া আর কিছুই নয়। খুনি একজনই। বাকিরা সাহায্য করেছিল। খুনের কারণ জানলে গোটা রাজ্য চমকে যাবে। তবে কী কারণে খুন, বিধানসভায় এদিন তা খোলসা করতে চাননি মুখ্যমন্ত্রী। তবে তাঁর ইঙ্গিত, নেপথ্যে রয়েছে আর্থিক কারণ। ষড়যন্ত্র শুরু হয়েছিল কোভিড মহামারীরও আগে।

    চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে (এনইআইএফ) অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানে সুইমিংয়ে নেমে গত ১৯ সেপ্টেম্বর রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়েছিল। শুরু থেকেই বিশ্বশর্মার দাবি, কোনও দুর্ঘটনা নয়, আসলে জুবিনকে খুন করা হয়েছিল। এদিন বিধানসভাতেও নিজের সেই অবস্থানে অনড় থাকেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ওদের দাবি (বিরোধী শিবির), আমি কীভাবে এটাকে খুনের ঘটনা বলছি। কিন্তু আদালতের নথিতেই খুনের উল্লেখ রয়েছে। আমি এখন সদনে দাঁড়িয়েও ফের বলছি, খুন হয়েছিলেন জুবিন। আমরা খুনের অভিযোগে চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছি। বিশ্বশর্মার বক্তব্যের মধ্যেই বিরোধী বেঞ্চ থেকে সিবিআই তদন্তের দাবিতে স্লোগান ওঠে। যদিও সেই দাবি উড়িয়ে বিশ্বশর্মা জানিয়ে দেন, সিট তদন্তই জারি থাকবে। কেউ রেহাই পাবে না। 
  • Link to this news (বর্তমান)