• প্রিন্সিপালের যৌন নিগ্রহ, ছত্তিশগড়ে স্কুলেরই হস্টেলে আত্মঘাতী কিশোরী
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • রায়পুর: বেসরকারি স্কুলের  হস্টেলে আত্মঘাতী ছাত্রী (১৫)। চাঞ্চল্য ছত্তিশগড়ের যশপুর জেলায়। পুলিশ সূত্রে খবর, রবিবার হস্টেলের ঘর থেকে নবম শ্রেণির ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে সে প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে নির্যাতিতা স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছে। এসএসপি শাহী মোহন সিং জানিয়েছেন, এর ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই হস্টেলে নির্যাতিতার রুমটি সিল করে দিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। ছাত্রীর মৃত্যুর তদন্তে একটি বিশেষ দল গঠন করেছেন যশপুরের কালেক্টর। 

    অন্যদিকে নাবালিকার আত্মহত্যার ঘটনা সামনে নিয়ে এসেছে বেসরকারি স্কুলের নিয়মভঙ্গের ছবিও। গ্রামীণ শিক্ষা দপ্তরের আওতাধীন ওই স্কুল চত্বরে বেআইনিভাবে হস্টেল চালানো হত বলে জানা গিয়েছে। নির্যাতিতা ছাড়াও আরও ২২ জন ছাত্র ও ১১ জন ছাত্রী থাকত ওই হস্টেলে। অন্যদিকে বিজেপি শাসিত ছত্তিশগড়েরই সুরজপুরে ‘শৃঙ্খলা’ ভঙ্গের জন্য অমানবিক সাজা পাঁচ বছরের শিশু পড়ুয়াকে। দড়ি দিয়ে বেঁধে গাছ থেকে ওই পড়ুয়াকে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে।  নারায়ণপুর গ্রামের এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই স্কুল ম্যানেজমেন্টকে শো-কজ নোটিশ পাঠিয়েছে কর্তৃপক্ষ।  স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সুরজপুরের জেলা শিক্ষা অধিকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই একটি দল গঠন করে স্কুলে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)