• তরুণদের দলে টানার ছক ছিল কি তাহাউর রানার? খতিয়ে দেখবে এনআইএ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ২০০৮ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারত। তদন্তে নেমে ভারতের বিভিন্ন রাজ্যে রানার আনোগোনা নিয়ে খোঁজখবর নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ২০০৮ সালে উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় গিয়েছিলেন তিনি। তাহলে কি যুবকদের দলে টানতে শহর ও রাজ্য ঘুরতেন তিনি? খতিয়ে দেখছে এনআইএ। এক আধারিকের কথায়, ‘খুব শক্তপোক্ত মামলা সাজাতে হবে। তাহলেই ঘটনায় পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা যাবে। 

    মুম্বই হামলার সঙ্গে যুক্ত এক তদন্তকারী জানান, ডেভিড হেডলির পাশাপাশি ইলিয়াস কাশ্মীরির সঙ্গে যোগাযোগ রাখতেন রানা। আল-কায়েদার ৩১৩ ব্রিগেডের তৎকালীন প্রধান ছিলেন ইলিয়াস। তিনজনের মধ্যে কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে। সবক্ষেত্রেই ঘাজওয়া-ই-হিন্দ নিয়ে আলোচনা হয়েছে। এই কাজ্যের জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের একত্র করার দায়িত্ব ছিল রানার উপর। এর জন্যই কেরল, কোচি, আগ্রা, দিল্লি, হাপুর, আমেদাবাদ সহ বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তিনি। পুরোটাই করা হয়েছিল কাশ্মীরির নির্দেশে। তদন্তকারীরা জানিয়েছেন, ২০০৮ সালের ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে উত্তর-দক্ষিণ ভারত সফর করেন রানা। জানা গিয়েছে, কেরলে নিজেকে অভিবাসন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন তিনি। এটাই ছিল তরুণদের দলে টানার ‘টোপ’। স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হত। বিজ্ঞাপনে আমেরিকা ও কানাডার ভিসা সংক্রান্ত যাবতীয় সাহায্যের আশ্বাস দিতেন রানা। গোয়েন্দা সূত্রে খবর, এভাবেই তরুণ ব্রিগেড গঠনের ছক কষা হয়েছিল। এনআই জানিয়েছে, মুম্বই হামলার তদন্ত শেষ হলেই রানার ‘রিক্রুটমেন্ট’ পরিকল্পনা নিয়ে তদন্ত শুরু হবে।
  • Link to this news (বর্তমান)