• এসআইআর: ৫ নয় দেখা করবেন তৃণমূলের ১০ সাংসদই, অনড় দল
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  নির্বাচন কমিশন বলছে পাঁচ। তৃণমূলের দাবি দশ। আর এই নিয়েই মঙ্গলবার দিনভর চলল টানাপোড়েন। ভোটার তালিকা শুদ্ধকরণের নামে তাড়াহুড়ো করে পশ্চিমবঙ্গে ত্রুটিপূর্ণ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর)র কাজ হচ্ছে বলেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। অতিরিক্ত কাজের চাপ প্রাণ কেড়ে নিয়েছে কয়েকজন বিএলও’র। তাই বাংলায় এসআইআরের কাজ স্থগিত করতেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে দল হিসেবে তৃণমূলের পক্ষ থেকে জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে দিল্লির নির্বাচন সদনে দেওয়া হয়েছে চিঠিও। লিখেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য ডেরেক ও’ব্রায়েন। 

    সেই সাক্ষাৎ চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূলকে জানানো হয়েছে, আগামী শুক্রবার ২৮ নভেম্বর বেলা ১১ টায় আসুন। নির্বাচন কমিশন সর্বদাই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চায়। কমিশনের পক্ষে সচিব অশ্বিনী কুমার মোহাল তৃণমূলের চেয়ারর্পাসনকে দেওয়া চিঠিতে জানিয়েছেন, মোট পাঁচজন আসতে পারবেন। কে কে আসবেন, তার বিস্তারিত কমিশনের ইমেল অ্যাড্রেসে জানান।  আর যেই না এই চিঠি প্রকাশ্যে, প্রবল ক্ষুব্ধ তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরব হন। বলেন, ১০ জন সাংসদ সাক্ষাৎ করবেন বলেই সময় চাওয়া হয়েছিল। তাঁরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। তারপরও কেন নির্বাচন কমিশন সাক্ষাতে ভয় পাচ্ছে? নির্বাচন কমিশন যদি এতই স্বচ্ছ হয়, তাহলে তৃণমূলের সঙ্গে বৈঠক লাইভ টেলিকাস্ট হোক। জবাব দিক তৃণমূলের প্রশ্নের। কমিশন কি নিজের স্বচ্ছতা প্রমাণ করবে, নাকি বন্ধ ঘরে কাজ করে যাবে। 

    অভিষেকের এই তোপের পরেই ফের নির্বাচন কমিশনকে চিঠি দেন ডেরেক। সেখানে দলের ১০ সাংদের নাম দেওয়া হয়েছে। ডেরেক নিজে ছাড়াও শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশ চিক বরাইকের নাম রয়েছে। বলা হয়েছে, এই দশ জনই দেখা করবেন। যদিও সেই চিঠির পর কমিশন আর নতুন করে মঙ্গলবার রাত পর্যন্ত কিছু জানায়নি। 
  • Link to this news (বর্তমান)