• হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির হত্যার বদলা নিতে চেয়েছিল উমর!
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ২০১৬ সালে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি। জঙ্গি বুরহানের হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিল দিল্লিতে আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমর নবি। দিল্লি বিস্ফোরণের তদন্তে মঙ্গলবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, উমর নিজেকে ‘আমির’ অর্থাৎ রাজপুত্র  হিসেবে তুলে ধরতে চাইত। মেডিকেল মডিউলের অন্যান্য সদস্যদের বলত - সে তাদের শাসক, নেতা। হোয়াইট কলার মডিউলের ধৃত সদস্যদের জেরা করে এমনই একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্ত সূত্রে খবর, উমরকে ওই তকমা দিয়েছিল চিকিৎসক মুজাম্মিল। মুজাম্মিল জানিয়েছে, অভিজ্ঞতা ও পদমর্যাদার নিরিখে উমর অনেক উঁচুতে ছিল। উমরের কাছে সে নিজে সামান্য এক শ্রমিক পর্যায়ের। তাই উমরকে কেন্দ্রে রেখেই এই প্ল্যানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আমির’। মুজাম্মিল আরও বলেছে, মেডিকেল মডিউলে সবচেয়ে শিক্ষিত ছিল উমর। ন’টি ভাষা জানত। চাইলে পরমাণু বিজ্ঞানীও হতে পারত। খুব বেশি কথা বলত না। শেষমুহূর্ত পর্যন্ত উমর বলেছিল- এই লড়াই শুধু ধর্ম নিয়েই।
  • Link to this news (বর্তমান)