মহারাষ্ট্র: প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ, কমিশনের দ্বারস্থ শারদের দল
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
মুম্বই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ উঠেছিল। এবার পুরসভার ভোটকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটকে কাঠগড়ায় দাঁড় করাল বিরোধী শিবির। ছলে-বলে-কৌশলে তাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হচ্ছে। রীতিমতো ভয় দেখানো হচ্ছে। তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয় নিশ্চিত করতেই এই প্রশাসনের মদতে চলছে এই গাজোয়ারি। মঙ্গলবার এমনই অভিযোগে সরব হলেন এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে। এনিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চিঠিও পাঠিয়েছেন তিনি। অন্যদিকে, খসড়া ভোটার তালিকাতেও ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্য নির্বাচন দপ্তরের কাছে হাত শিবিরের দাবি, এই সংক্রান্ত প্রচুর অভিযোগ রয়েছে। তাই খসড়া তালিকা সংশোধনে অভিযোগ জমা নেওয়ার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হোক। উল্লেখ্য, কমিশন নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর। দিনকয়েক আগে মহারাষ্ট্র বিজেপির সভাপতি রবীন্দ্র চবন জানান, ইতিমধ্যে রাজ্যজুড়ে নগর পঞ্চায়েত ও পুরসভায় শাসকদলের প্রায় ১০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরপরই সরব হলেন সুপ্রিয়া। রাজ্য নির্বাচন দপ্তরকে লেখা চিঠিতে তিনি জানান, ক্ষমতার লোভে পড়ে এবার স্থানীয় নির্বাচনগুলিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার প্রবণতা বাড়ছে। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। গণতন্ত্রে এগুলি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন। দুর্ভাগ্যবশত এখন তা হচ্ছে না। তবুও রাজ্য নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করছি ও দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি।