• সিঁড়ি ভাঙা, ব্যাংকে উঠতে ভরসা মই
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • ভদ্রক: দোতলায় অবস্থিত ব্যাংকের নীচে দাঁড় করানো রয়েছে একটি ট্রাক্টর ট্রলি। তার উপর আবার রাখা একটি মই। সেই মই বেয়ে ব্যাংকের ভিতরে ঢুকছেন কর্মী, আধিকারিক এবং গ্রাহকরা। এমনই ‘আজব’ ছবি দেখা গেল ওড়িশার ভদ্রক শহরের চরমপা বাজারে অবস্থিত স্টেট ব্যাংকের একটি শাখায়। ব্যাংকে যাওয়ার জন্য যে সিঁড়িটি ছিল, সেটির কোনও অস্তিত্বই নেই। মইয়ে করে দোতলায় উঠতে ব্যাপক সমস্যায় পড়েছেন ব্যাংকের কর্মী ও গ্রাহকরা। সম্প্রতি ওই বাজার এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালায় প্রশাসন। বুলডোজার দিয়ে বেশ কয়েকটি বেআইনি ভবন, দোকান ভেঙে দেওয়া হয়। ওই ব্যাংকের শাখাটি যে ভবনে অবস্থিত, সেটিরও একাংশ ভাঙা পড়ে। তার মধ্যে ছিল ব্যাংকের দোতালায় ওঠার সিঁড়িটিও। আর তাতে বিপত্তি। তড়িঘড়ি সমস্যা মেটাতে ওই ট্রাক্টর ট্রলিটি এনে রাখে ব্যাংক কর্তৃপক্ষ। তার উপর মই রেখেই আপাতত চলছে ওঠানামা। বিকল্প সিঁড়ি তৈরির দাবি জানিয়েছেন গ্রাহকরা।  ছবি সমাজমাধ্যম। 
  • Link to this news (বর্তমান)