তাপমাত্রা হিমাঙ্কের নীচে, উপত্যকার স্কুলে ধাপে ধাপে শীতের ছুটি ঘোষণা
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: প্রবল শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে কাশ্মীর সহ উপত্যকার একাধিক অঞ্চল। হিমাঙ্ক থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। এই অবস্থায় আগে থেকেই জম্মু-কাশ্মীরের স্কুলগুলিতে ধাপে ধাপে শীতের ছুটি ঘোষণা করল স্কুল শিক্ষাদপ্তর। মঙ্গলবার এবিষয়ে নির্দেশিকা জারি করেন দপ্তরের সচিব রামনিবাস শর্মা। নির্দেশিকা অনুযায়ী, প্রি-প্রাইমারি (বালভাটিকা) ক্লাস ২৬ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটির সময়সীমা ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে, ১১ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি পাবে নবম-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। তবে ছুটির মধ্যে শিক্ষা সংক্রান্ত কাজের জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে তাঁদের ২০ ফেব্রুয়ারি স্কুলে ফিরতে বলেছে স্কুল শিক্ষাদপ্তর। নির্দেশিকায় লেখা রয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা টিচিং স্টাফ নির্ধারিত সূচি না মানলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।’ সোমবার মরশুমের সবথেকে শীতলতম রাতের সাক্ষী ছিল শ্রীনগর। সেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে তাপমাত্রা মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। পুলওয়ামাতেও কার্যত একই অবস্থা। সবমিলিয়ে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে উপত্যকাবাসীর।