বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ, কুড়ি বছর পর ঠিকানা হারাচ্ছেন রাবড়ি
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
পাটনা: সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে বিধ্বস্ত হয়েছে লালু প্রসাদ যাদবের আরজেডিকে। বিহারের রাজপাট দখলের স্বপ্ন ভেস্তে গিয়েছে আরজেডি নেতৃত্বাধীন জোটের। সেই ধাক্কা কাটতে না কাটতেই ফের বিপত্তি। এবার প্রায় দু’দশের ঠিকানা হারাতে হবে যাদব পরিবারকে। পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো গত ২০ বছর ধরেই লালু পরিবারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু-পত্নী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল ওই বাংলো। এতদিন এই ঠিকানাই ছিল আরজেডির রাজনৈতিক তৎপরতার কেন্দ্রে। কিন্তু এখন রাবড়ি দেবীকে ওই বাড়ি খালি করতে বলা হয়েছে। বিহার বিধান পরিষদের বিরোধী দলনেত্রীকে নয়া ঠিকানায় উঠে যেতে বলেছে রাজ্য বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। ওই নির্দেশ অনুযায়ী, লালু পরিবারের নতুন ঠিকানা হতে চলেছে হার্ডিং রোড। এনডিএ সরকারের শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ করতে হয়েছে। আর এই কাজের অঙ্গ হিসেবেই রাবড়ি দেবীকে ১০ সার্কুলার রোডের বাংলো ছাড়তে বলা হয়েছে।
বিজেপি বলেছে, নিয়ম মেনে রাবড়ি দেবীকে অবশ্যই ওই বাংলা খালি করতে হবে। দলের নেতা নীরজ কুমারের খোঁচা, ওই পরিবারের রেকর্ড ভালো নয়। তাই বাড়ি খালি করার সময় কোনও সরকারি সম্পত্তি নিয়ে যাওয়া হচ্ছে কি না, সেদিকে সরকার নজর রাখবে। পালটা জবাব দিয়েছেন লালু-কন্যা রোহিনী আচার্য। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা রয়েছে লালুপ্রসাদের। বিহারের মানুষের সেই জায়গা থেকে কীভাবে সরানো যাবে তাঁকে। নীতীশকে কটাক্ষ করে তিনি বলেছেন, সুশাসনবাবুর উন্নয়ন মডেলের উদ্দেশ্যই আসলে লালু প্রসাদকে অপমান করা।