• খ্রিস্টান সেনা আধিকারিকের বরখাস্তের সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: মন্দিরে প্রবেশে আপত্তি জানিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক খ্রিস্টান অফিসার। এজন্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। গত মে মাসে সেনার এই সিদ্ধান্ত বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্যামুয়েল কমলেশন নামে ওই অফিসার। তাতে লাভ হল না। মঙ্গলবার বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, ‘আপনি সহযোদ্ধাদের ভাবাবেগে আঘাত করেছেন। এটা শৃঙ্খলাভঙ্গের শামিল। আপনি সেনার উপযুক্ত নন।’ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বাহিনীর একটি আইনসম্মত আদেশ অমান্য করেছেন ওই সেনা অফিসার।

    ২০১৭ সালে শিখ স্কোয়াড্রনে লেফ্টেন্যান্ট হিসেবে নিযুক্ত হন কমলেশন। মন্দিরে ঢুকতে না চাওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় সেনা। ২০২১ সালে কোনও পেনশন ও গ্র্যাচুইটি ছাড়াই কমলেশনকে বরখাস্ত করা হয়। পালটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ আনেন সেনা আধিকারিক। তাঁর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান, ওই অফিসার গর্ভগৃহে ঢুকতে চাননি। কারণ সেটি তাঁর ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। দুই বিচারপতির বেঞ্চ জানায়, শৃঙ্খলাবদ্ধ বাহিনীতে এমন বিদ্বেষপূর্ণ মানুষ থাকতে পারেন কি? ভারতীয় সেনা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। সেই শৃঙ্খলাভঙ্গ করা মানে অন্যান্য সেনার ভাবাবেগকে অসম্মান করা।’
  • Link to this news (বর্তমান)