• ‘খুন করে দেব’, পার্থপ্রতিমকে হুমকি, চাঞ্চল্য কোচবিহারজুড়ে
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গভীর রাতে ফোনে ও মেসেজ করে ৪৮ ঘণ্টার মধ্যে খুনের হুমকি দেওয়া হল কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়কে। রীতিমতো দু’বার ফোন করে হুমকি দেওয়া হয়। রাতেই তিনি বিষয়টি পুলিশ আধিকারিকদের জানান। সকালে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ঘটনার খবর পেয়ে আসেন পার্থপ্রতিমের বাড়ি। সেখানেই অভিযোগ পত্র লেখা হয়। এরপর তিনি, খোকন মিয়াঁ সহ অন্যান্য নেতারা কোচবিহার কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপার সন্দীপ কাররার কাছে সেই অভিযোগপত্রের কপি তুলে দেন তাঁরা। 

    এর আগে পার্থপ্রতিম রায়কে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। যা নিয়ে সেই সময় রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হয়েছিল। তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর আবারও গভীর রাতে এমন হুমকি ফোন ও মেসেজ আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কোতোয়ালি থানার এক অফিসার জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়েছে। 

    বেশকিছু দিন ধরে কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। এই দ্বন্দ্বের একদিকে যেমন রয়েছে রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায় গোষ্ঠী, অন্যদিকে আছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সম্প্রতি কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলে দলের পক্ষ থেকে রবিবাবুকে চিঠি ও মেসেজ পাঠানো হয়েছিল। কিন্তু রবিবাবু পদত্যাগ করেননি। যা নিয়ে দলের অন্দরে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়ে যায়। পদত্যাগ ইস্যুতে রবি ঘনিষ্ঠরা মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। সেই সময়ও রবিবাবুর পাশে দাঁড়ান পার্থপ্রতিম রায়। 

    ঠিক এই আবহেই হঠাৎ করে সোমবার গভীর রাতে পার্থবাবুর কাছে হুমকি ফোন আসে। পার্থপ্রতিম রায় বলেন, রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সেটি আমি রিসিভ করি। কারণ অনেকেই বিভিন্ন প্রয়োজনে ফোন করেন। আমি ফোন রিসিভ করতেই খুনের হুমকি দিতে শুরু করে। ফোন রেখে দিই। এরপর আবার ফোন করে বলে দু’দিনের মধ্যে আমাকে দেখে নেবে। এরপর দু’টি মেসেজ আসে। সেখানে আমাকে মেরে ফেলার কথা বলা হয়। এরপরেই আমি পুরো বিষয়টি পুলিশকে জানাই। তৃণমূল জেলা রাজনীতিতে রবি-পার্থর বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের মন্তব্য, সাইবার ক্রাইম থানা তদন্ত করলেই বেরিয়ে আসবে পর্দে কে পিছে কেয়া হ্যায়! দোষীকে ধরে আড়ংধোলাই দেওয়া উচিত। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)