• দমদমে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজের দিনের ব্যস্ত সময়ে ফের বিড়ম্বনায় পড়তে হল মেট্রোর যাত্রীদের। মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা আবারও! মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দমদম মেট্রো স্টেশনের ডাউন লাইনে টালিগঞ্জগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন্ত চৌধুরী (৭০)। গুরুতর জখম অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেট্রো সূত্রে খবর, এই ঘটনার ফলে সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার মেট্রো পরিষেবা ব্যাহত হয়। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় বহু অফিসযাত্রীকে। মেট্রো ধরে যাঁরা ধর্মতলা বা পার্ক স্ট্রিট অঞ্চলে কর্মস্থলে যান, তাঁদের অনেকেরই গন্তব্যে পৌঁছতে দেরি হয়েছে। মেট্রোয় আত্মহত্যার মতো ঘটনায় কেন রাশ টানা যাচ্ছে না, সেই প্রশ্নই ঘোরাফেরা করেছে বিরক্ত যাত্রীদের মুখে মুখে।  

    জানা গিয়েছে, পেশায় প্রোমোটার সুমন্তবাবু সিঁথি থানা এলাকারই বাসিন্দা।  পরিবারের সদস্যরা জানাচ্ছেন, আর পাঁচটা দিনের মতো এদিনও সকাল ১১টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে ফোন নিয়ে যাননি। দুপুরে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরও না ফেরায় তাঁরা সিঁথি থানায় খোঁজখবর করতে যান। সেখানে গিয়ে ঘটনার কথা জানতে পারেন তাঁরা। ঘটনাস্থল বা বাড়ি, তল্লাশি চালিয়ে কোথাও কোনও সুইসাইড নোটের হদিশ পায়নি পুলিশ। রাত পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
  • Link to this news (বর্তমান)