সিটি সেন্টার-২’এর সামনে দুর্ঘটনা, বাসের চাকায় হাত বাদ গেল তরুণীর
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নিউটাউনের বিশ্ববাংলা সরণিতে। চলন্ত সরকারি বাসের চাকার তলায় পড়ে শরীর থেকে ডান হাত বাদ গেল তরুণীর! রাস্তায় উপরেই পড়ে থাকতে দেখা যায় কাটা হাত! আঙুলে আংটি! মঙ্গলবার সকালে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার মানুষ। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এখন চিকিৎসাধীন। কেটে পড়ে যাওয়া হাত ব্যাগে করে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে সন্ধ্যা পর্যন্ত তা জোড়া যায়নি বলেই জানা গিয়েছে। বাসের চালক চম্পট দিলেও পুলিশ ওই সরকারি বাসটি আটক করেছে।
পুলিশ জানিয়েছে, জখম তরুণীর নাম প্রতিশ্রুতি রায়চৌধুরী। বছর ২৫-এর তরণীপ বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এদিন সকালে তিনি বন্ধুর বাইকের পিছনে চেপে যাচ্ছিলেন। নিউটাউনের সিটি সেন্টার-২ এর সামনে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওই তরুণী এবং তাঁর বন্ধু, দুজনের মাথাতেই হেলমেট ছিল। তাঁরা নিয়ম মেনেই বাইক চালাচ্ছিলেন। বিশ্ববাংলা সরণির বাঁদিক ঘেঁষেই যাচ্ছিলেন তাঁরা। সেই সময় বারাসত থেকে করুণাময়ীগামী একটি সরকারি এসি বাস পিছন থেকে এসে পড়ে। ডানদিক থেকে বাসটি কিছুটা বাঁদিকে সরে গেলে বাইকের একেবারে কাছাকাছি চলে আসে। তখনই সাইড থেকে বাসের সঙ্গে তাঁদের ব্যাগ লেগে যায়। তাতেই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। রাস্তার উপর আছড়ে পড়েন দু’জনেই। তরুণীর ডান হাতের উপর দিয়ে বাসের পিছনের চাকা চলে যায়। তাঁর হাত কনুই থেকে কেটে বাদ হয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। রাস্তা থেকে কাটা হাত কুড়িয়ে পাঠানো হয় হাসপাতালে। যদিও জোড়া লাগানো যায়নি। পরে ওই তরুণীকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শুরুতেই বিশ্ববাংলা সরণিতে বিশ্ববাংলা গেটের সামনে সরকারি বাসের ধাক্কায় এক মহিলা আইটি কর্মীর মৃত্যু হয়। এছাড়াও বিশ্ববাংলা সরণি এবং সার্ভিস রোডে গত তিনমাসে একাধিক মৃত্যু হয়েছে। এমনকি, পেট্রলিংয়ে থাকা পুলিশকর্মীও বাইকের ধাক্কায় মারা গিয়েছেন। পরপর দুর্ঘটনায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে।